কাউনিয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণ
রংপুরের কাউনিয়ায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রায় দুইশত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার (ত্রাণ) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ ও কাউনিয়া রেলওয়ে স্টেশন মাঠে পরিবহন শ্রমিক, কুলি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া,উপজেলা নির্বাহি অফিসার তাহমিনা তারিন, এসিল্যান্ড মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী,কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।