করোনা চিকিৎসায় ওসমানীতে আরো ২টি ফ্লোর রেডি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, সিলেটে করোনা আক্রান্তের হার
আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। করোনা থেকে বাঁচতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ২টি ফ্লোর করোনা রোগীর চিকিৎসার জন্য রেডি করা হচ্ছে।
সোমবার রাতে দৈনিকসিলেটডটকম-এর জনপ্রিয় লাইভ অনুষ্ঠান ‘নিউজটক’-এ উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও সেখানে অক্সিজেন সংযোগ হয়নি। এটি চালু হলে সিলেটে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কোন সমস্যা হবেনা।
অপর এক প্রশ্নের জবেবে মন্ত্রী বলেন, সিলেটে আরো হাসপাতালের দরকার আছে, এ ক্ষেত্রে বেসরকারী উদ্যোক্তারা এগিয়ে আসতে পারেন।

ওসমানীর নতুন ভবনের ২টি ফ্লোর-এর প্রস্তুতি নিয়ে সিলেট ওসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংসু লাল রায়ের সাথে কথা বললে তিনি জানান, ২টি ফ্লোরই রেডি আছে, বেড স্থাপন করা হয়েছে, তারপরও চালু করা যাচ্ছে না অক্সিজেনের জন্য। তিনি আরো বলেন,অক্সিজেনের সেন্টাল লাইন এখনও স্থাপন করা হয়নি। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান গড়িমসি করছে। আমরা এব্যাপারে বহু আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এখনও কোন ফলাফল আসেনি।

ভিডিও দেখতে এই লিংক-এ ক্লিক করুন:  https://fb.watch/v/32Ah9MVPn/

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts