কঠোর লকডাউন বাস্তবায়ন করতে গাজীপুরে প্রশাসনের কঠোর নজরদারী – Daily Gazipur Online

সুমাইয়া আক্তার আশা (গাজীপুর):সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৪র্থ দিনে মানুষের উপস্থিতি নাই বল্লেই চলে। নিজস্ব কোনো যানবাহনও চলেনা তেমন।গাজীপুর শিব-বাড়ী রোডে কিছু কিছু রিকশা, ট্রাক, মাইক্রোবাস, কাভার্ডভ্যান ও পিকাপ চলেছে। সকালের দিকে গনমাধ্যমসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে যানবাহন চলাচল করতে দেখা গেছে। লকডাউন বাস্তবায়নে এবার সরকারি, আধা সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নের কার্যকর করতে গাজীপুরে শিব-বাড়ী মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ যারা বিনাকারণে রাস্তায় বের হয়েছেন, তাদের অনেককেই প্রশাসনের হাতে আটক হয়ে জরিমানা দিতে হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts