এক গুচ্ছ আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির GB WhatsApp, জানুন খুঁটিনাটি

#নয়াদিল্লি: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। ফটো, অডিও, ভিডিও শেয়ারিং-এর মতো নানা ফিচার নিয়ে নিজের বাজার পাকাপাকি ভাবে ধরেছে WhatsApp। মার্কিন এই আইটি সংস্থা তার ইউজারদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত নিয়ম করে নিয়ে আসছে নিত্য-নতুন আপডেট। সম্প্রতি GB WhatsApp খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এটা WhatsApp-এর কোনও নতুন আপটেড নয়। এটা সম্পূর্ণ ভিন্ন একটি অ্যাপ্লিকেশন, যা ব্যবহার করার আগে সতর্ক হতে হবে। যদি কোনও ইউজার কিছু অতিরিক্ত ফিচার ব্যবহার করতে চাইছেন তাহলে GB WhatsApp সেই উপায় করে দিতে পারে।

GB WhatsApp কী?

GB WhatsApp থার্ডপার্টির সাহায্যে আপডেট করা হয়েছে। এটা সাধারণত একটি ফোনে একাধিক WhatsApp অ্যাকাউন্ট বানানোর কাজে ব্যবহার করা হয়। এই ফিচারের জন্য়েই এই অ্যাপ্লিকেশনটি জনপ্রিয়। তবে এই ফিচার শুধু এই একটি অ্যাপে রয়েছে এমনটা নয়।

GB WhatsApp-এ কী কী ফিচার আছে

১. অটো রিপ্লাই: এই ফিচারটির সাহায্যে বন্ধুদের মেসেজের আটো রিপ্লাই করা যেতে পারে। অর্থাৎ মেসেজ আসার সঙ্গে সঙ্গে অ্যাপ নিজে থেকে একটি রিপ্লাই দেওয়ার কথা বলবে।

২. DND: অ্যান্ড্রয়েড ফোনে শুধুমাত্র GB WhatsApp-এর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা যাবে। এই ফিচারটিকে ডু নট ডিসট্রাব ফিচার বলা হয়।

৩. ফিল্টার মেসেজ: GB WhatsApp-এর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ফিল্টার মেসেজ। এর সাহায্যে প্রয়োজনীয় মেসেজগুলিকে ফিল্টার করে নেওয়া যায়।

৪. অ্যান্টি-রিভোক ম্যাসেজ: অন্যান্য ফিচারের সঙ্গে এটিও এই অ্যাপের জনপ্রিয় একটি ফিচার।

৫. শেয়ার লাইভ লোকেশন: এই ফিচার শুধু এই অ্যাপে রয়েছে এমনটা নয়। এর সাহায্যে খুব সহজেই নিজের অবস্থান শেয়ার করে নেওয়া যায়।

৬. রিভোক মাল্টিপেল মেসেজ: এর সাহায্যে একাধিক মেসেজ বাতিল করা যায়।

৭. সেন্ড ম্যক্সিমাম পিকচার: WhatsApp-এর থেকে বেশি ছবি একবারে পাঠানো যায়। প্রায় ৯০টি ছবি একবারে পাঠানো যায়।

৮. ডাউনলোড স্ট্যাটাস: এর সাহায্যে অন্য বন্ধুদের আপলোড করা স্ট্যাটাস ভিডিও ও ছবি অনায়াসে ডাউনলোড করা যায়।

৯. অমেজিং ফন্ট: এই ফিচারের সাহ্যায্যে নিত্য নতুন ফন্টে মেসেজ টাইপ করার অপশন থাকে।

১০. মার্ক আনরিড মেসেজ: গুরুত্বপূর্ণ মেসেজ আনরিড করার অপশন রয়েছে এই অ্যাপ-এ।

১১. হাইড ইয়োর স্ট্যাটাস: নির্দিষ্ট কিছু মানুষের জন্য নিজের স্ট্যাটাস হাইড করা যায় ।

১২. বেস্ট ইমেজ কোয়ালিটি: এই অ্যাপের সাহায্যে হাই রেজোলিউশনের ছবি পাঠানো যায়।

১৩. নোটিফিকেশন: এই ফিচারটিও একটি দারুন সংযোজন। এর সাহায্যে একটি নোটিফিকেশন পাওয়া যায়, যদি কেউ নিজের প্রোফাইল পিকচার আপলোড করে।

GB WhatsApp কীভাবে ইনস্টল করতে হবে?

এটি একটি থার্ড পার্টি অ্যাপে। তাই Google Play Store-এর বদলে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।

নিজের ফোনের Setting-এ গিয়ে Security অপশনে ক্লিক করতে হবে।

এরপর Unknown Sources অপশনটিকে Enable করতে হবে।

Unknown Sources অপশন Enable করে এই অ্যাপলিকেশটি-কে ইনস্টল করতে হবে।

এরপর অ্যাপ ওপেন করে মোবাইল নম্বর এন্টার করতে হবে।

মোবাইল নম্বর এন্টার করার পর একটি OTP আসবে, সেই OTP দিয়ে অ্যাপ-এ প্রবেশ করতে হবে।

Explore More Districts