উইম্বলডনে ১০ম সেমিফাইনালে জোকোভিচ

কোয়ার্টার-ফাইনালে মার্টন ফুচসোভিচকে সরাসরি সেটে হারিয়ে উইম্বলডনের সেমি ফাইনাল নিশ্চিত করলো বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।

বুধবার অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে ৫০তম গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার-ফাইনাল খেলতে নেমে জোকোভিচ গ্রাস কোর্টে শততম জয় পেলেন সার্বিয়ান তারকা।

প্রথম বারের মত কোন গ্রান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে ওঠা ফুচসোভিচে এদিন নোভাক জোকোভিচের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি। দুই ঘণ্টা ১৭ মিনিটের ম্যাচে জোকোভিচ প্রথম সেট জিতে নেন ৬-৩ গেইমে। দ্বিতীয় সেট ৬-৪, আর তৃতীয় সেট জেতেন ৬-৪ গেমে।

এই জয়ে দশম বারের মতো উইম্বলডন সেমিফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। ঘাসের কোর্টে এটি ছিল তার ১০০তম জয়। মৌসুমে ইতোমধ্যে ২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচের সামনে এবার হাতছানি রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ড স্পর্শকরার।

Explore More Districts