ইফতারে রাখতে পারেন বোরহানি

ইফতারে রাখতে পারেন বোরহানি

লাইফস্টাইল ডেস্ক:  ইফতারে ঠাণ্ডা পানীয় পান করলে শান্তি মেলে। ইফতারে রাখতে পারেন স্বাস্থ্যকর বোরহানি।

বোরহানী

উপকরণ: মিষ্টি দই-এক কাপ, পানি ঝরানো টক দই- তিন কাপ, সাদা সরিষা বাটা- এক চা চামচ, পুদিনাপাতা কুচি- দুই টেবিল চামচ, কাঁচা মরিচবাটা- এক টেবিল চামচ, ধনিয়াপাতা কুচি- এক টেবিল চামচ, চিনি- চার টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া- এক চা চামচ, টালা জিরার গুঁড়া- এক চা চামচ, বিট লবণ- দুই চা চামচ, বরফ ঠাণ্ডা পানি- চার কাপ।

প্রণালি: সব একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এরপর মোটা ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

৫টি কাজ ঘুমের আগে করা উচিত, এতে ভালো রাখবে আপনার ত্বক

Explore More Districts