আলোচনা বানচাল করতে হামলা চালিয়েছে ইসরায়েল: ইরান

এক বছরের কম সময়ের মধ্যে গত এপ্রিলে নাতানজে পারমাণবিক স্থাপনায় দ্বিতীয় দফা নাশকতার অভিযোগ করে ইরান। ওই ঘটনায় ইসরায়েলের দিকে অভিযোগের আঙুল তোলে ইরান। এরপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দেয় তেহরান।

ইরান সরকারের মুখপাত্র রাবেইলি বলেন, কারাজের স্থাপনায় ইসরায়েলের হামলা ব্যর্থ হয়েছে। কারণ, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং যন্ত্রপাতিরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের নিরাপত্তা সংস্থা–সংশ্লিষ্ট এক ওয়েবসাইটে হামলার বিষয় নিয়ে বলা হয়, তাদের নিরাপত্তা বাহিনী ওই নাশকতার চেষ্টা বানচাল করে দিয়েছে।

Explore More Districts