আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে ব্রাজিল সমর্থকের চাচাকে পেটানোর অভিযোগ

আহত নওয়াব মিয়ার ছোট ভাই ইয়াকুব মিয়া বলেন, কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলা শেষে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ব্রাজিল ফুটবল দলের সমর্থক রেজাউল ইসলামের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক জীবন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে স্থানীয়রা তাদের নিবৃত্ত করেন।

এরপর মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ব্রাজিল সমর্থক রেজাউলের চাচা নওয়াব মিয়া দামচাইল বাজার এলাকার জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সকালের ঘটনার জেরে আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়া ও তার সহযোগী আব্দুর রহমান ও সেলিম মিয়াসহ ৪-৫ জন যুবক তাঁকে একা পেয়ে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রাত সাড়ে আটটার দিকে গ্রামের লোকজন গ্রামে চিকিৎসার জন্য নওয়াবকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

Explore More Districts