আজ থেকে আবার টিকা নিবন্ধন শুরু

দৈনিকসিলেট ডটকম: দুই মাস বন্ধ থাকার পর আজ বুধবার (৭ জুলাই) থেকে ফের টিকার নিবন্ধন শুরু হয়েছে।
বাংলাদেশ মডার্নার টিকা পেয়েছে ২৫ লাখ ডোজ, সিনোফার্মের ২০ লাখ ডোজ। সে জন্য আজ বুধবার থেকে ফের শুরু হয়েছে টিকা গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম।

‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে ৩৫ বছরের বেশি বয়সীরা নিবন্ধন করতে পারবেন। সুরক্ষা অ্যাপে বা এই ওয়েবসাইটে https://surokkha.gov.bd/ প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে হবে। ফোন ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম, জন্মতারিখ, পেশার তথ্য দিতে হবে। পাশাপাশি কোনো শারীরিক জটিলতা আছে কীনা তাও জানাতে হবে। অ্যাপে নিবন্ধনের পর এসএমএসের মাধ্যমে পরবর্তী তথ্য জানানো হবে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টিকা নিতে হলে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কেউ টিকা পাবেন না। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি করপোরেশনের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেওয়া হবে। টিকার সংকট দেখা দেওয়ায় গেল ৫ মে সিলেটসহ সারাদেশে টিকার নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

শহর এলাকায় বসবাসকারীরা ‘মডার্না’র টিকা এবং জেলা-উপজেলার বাসিন্দাদের ‘সিনোফার্ম’ এর টিকা প্রদান করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts