বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক স্কুল ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের ব্রজেশ্বর ঘটকের মেয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নুপুর ঘটক (১৬) পারিবারিক কলহের কারনে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। নুপুরকে মুমূর্ষ অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু রোগীর অবস্থার অবনতি হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য স্কুল ছাত্রীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। শনিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুপুর ঘটক মৃত্যুবরন করে। পুলিশ নুপুর ঘটকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে সকল পরীক্ষা স্থগিত