২৬ জুন ২০২১ শনিবার ৯:৫৭:৫২ অপরাহ্ন | |
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের
কোদালধোয়া গ্রামের বলরাম মিত্রের সাথে একই এলাকার জগদীশ বিশ্বাসের ছেলের
কাছে পাওনা টাকা নিয়ে বিরোধ বাঁধে। বলরাম মিত্র বলেন, জগদীশ বিশ্বাসের ছেলে ঢাকা ট্রাফিক পুলিশে কর্মরত বিধান বিশ্বাসের কাছে আমার ছেলে বিলাস মিত্রের চাকুরীর জন্য এক লক্ষ বিশ হাজার টাকা চেকের মাধ্যমে গত ছয় মাস পূর্বে দেয়া হয়। কিন্তু টাকা দেয়ার পরও চাকুরী না হওয়ায় গত ছয় মাসেও পাওনা টাকা ফেরত দেয়নি বিধান বিশ্বাস।
শুক্রবার বিকেলে পাওনা টাকা চাইতে জগদীশ বিশ্বাসের বাড়ি গেলে বাক বিতন্ডার এক পর্যায় জগদীশ বিশ্বাসের নেতৃতে তার ছেলে বিবেক বিশ্বাস মেয়ে শিপু বিশ্বাসের হামলায় বলরাম মিত্র (৫৫), তার ছেলে বিভাস মিত্র (২৪) ও মেয়ে সীমা বিশ্বাস (১৮) আহত হয়।
প্রতিপক্ষের জগদীশ বিশ্বাস জানান, আমার ছেলের কাছে টাকা পাবে শুনেছি। কিন্তু কিসের জন্য টাকা পাবে তা আমার জানা নেই। এসময় দুই পক্ষের সংঘর্ষে জগদীশ বিশ্বাস (৬৩) আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে বলরাম মিত্র আরও বলেন, স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |