আগৈলঝাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৬ জুন ২০২১ শনিবার ৯:২৬:০৩ অপরাহ্ন

Print this E-mail this


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ, পালিয়েছে অপর এক মাদক ব্যবসায়ী। এঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও পালিয়ে যাওয়া অপর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে মাদক দ্রব্য কেনা বেঁচার গোপন সংবাদ পেয়ে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারের স্টীল ব্রীজের পশ্চিম পাশে উপ-পরিদর্শক মো. আলী হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশী অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর সময় পুলিশ ছয়গ্রাম এর বাসিন্দা মৃত শামসুল হক হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার ওরফে বাবলুকে (৪০) ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

এসময় তার অপর সহযোগী মাদক ব্যবসায়ী একই গ্রামের আব্দুস ছাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লা (২০) পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে শুক্রবার রাতেই উল্লেখিত দুই জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, যার নং- ১৪ (২৫. ৬. ২১)। গ্রেপ্তারকৃত বাবুলকে শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts