*স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ক্যামেরা অন করা অবস্থায় সঙ্গমে লিপ্ত ছাত্রকে দেখে ক্ষেপে ওঠেন অধ্যাপক। চিৎকার করে ওঠেন তিরস্কার করে। বলেন, “এটা কী হচ্ছে? অফলাইন ক্লাসে থাকলে বান্ধবীর সঙ্গে এটা করতে পারতে? এখন তুমি অনলাইন ক্লাসে রয়েছ! আর তা না করে সেক্স করছ?” প্রতীকী ছবি।
