অজানা অনুভূতি…….সাইফুল-ই-শাফলু – News Tangail

অজানা অনুভূতি…….সাইফুল-ই-শাফলু – News Tangail

 

অজানা অনুভূতি

————–এম সাইফুল ইসলাম শাফলু (সম্পাদক নিউজ টাঙ্গাইল)

যখন আমি অনেক ছোট ছিলাম

জানতাম না বুঝতাম না তোমাকে

বুঝতাম না জীবনের কী চাওয়া কী পাওয়া

আমি যখন কৈশরে পা রাখলাম

তখনো বুঝিনি তোমাকে

আজ আমি যুবক

আজ আমি তোমাকে চিনি জানি বুঝি

উজাড় করে ভালোবাসিও তোমাকে

উন্মুক্ত করে দিয়ে আমার জীবন যৌবন

চিনলাম জানলাম বুঝলাম এবং ভালোও বাসলাম

কিন্তু পেলাম না তোমাকে

দিলে কষ্ট আজোও কাদি তোমার বিরহে।।

 

[ লেখার তারিখ: ১৯৯৭ সালের ১৫ জুন ]

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts